Breaking

Site development work is going on Site development work is going on

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 29, 2018

বিসিএস -নবম দশম শ্রেণী,পদার্থ বিজ্ঞান (প্রথম অধ্যায়)


                        প্রথম অধ্যায়ঃ ভৌত রাশি পরিমাপ 


                                                                   

.
1. আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন কে ?  আইনস্টাইন।
2 কোয়ান্টাম তত্ত্বপ্রদান করেছেন কে ?  প্ল্যাঙ্ক।   
3 .বোসন নামটি এসেছে  ? সত্যেন্দ্র নাথ বসুর নাম অনুসারে।
4. মৌলিক রাশি  সাতটি  যথা : দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা পদার্থের পরিমাণ।
5. জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন ইউরোপের শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
6. দৈর্ঘ্য পরিমাপের একক কি ?   মিটার।
7. ভর পরিমাপের একক কি ?  কিলোগ্রাম।
8. সময় পরিমাপের একক কি ?  সেকেন্ড।
9. তাপমাত্রা পরিমাপের একক কি ?  কেলভিন।
10. তড়িৎ প্রাবাহ পরিমাপের একক কি ?  --অ্যাম্পিয়ার।
11. পারমাণবিক বোমার আবিষ্কারক কি ?  ওপেনহেইমার।  
13. আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটেবিজ্ঞানী গ্যালিলিওর হাত ধরে।  
14. সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত হয়ে আছেন কে ?বিজ্ঞানী থেলিস।
15. লিভারের নীতি আবিষ্কার করেন কে ?আর্কিমিডিস
16. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কে ?ওয়েরস্টেড।
17. বায়ু পাম্প আবিষ্কার করেন কে ?ভন গুয়েরিক।
18.পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে ?লিউনার্দো দা ভিঞ্চি।
19.সৌরকেন্দ্রিক ধারণা প্রদাণ করেন কে ?কোপার্নিকাস।
20. সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যদির সংজ্ঞা প্রদান করেন কে ? গ্যালিলিও।
21. মহাকর্ষ সূত্র আবিষ্কার করেনকে ? নিউটন।
22. বলবিদ্যা আবিষ্কার করেন কে ?নিউটন।
23. ক্যালকুলাস আবিষ্কার করেন কে ?নিউটন।
24.বেতার যন্ত্র আবিষ্কার করেন কে ? মার্কনী।
25. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে ?বেকেরেল।
26. উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করেন কেআলফ্রেড নোবেল।
27. কত সালে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়১৯৬০ সালে।
28. 1 পিকোমিটার = ১০ ১২ মিটার।
29. 1 গিগাবাইট = 109 বাইট।
30. ইন্টারন্যাশনাল ওয়েটস এন্ড মেজারস অবস্থিতস্যাভ্রেস, ফ্রান্স।
31. পদার্থের পরিমাণের আই এস এককমোল।
32. কোন বস্তুর  অভিকর্ষজ বল  স্পিং নিক্তির সাহায্যে পরিমাপ করা হয়
33. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রসিসমোগ্রাফ।
34. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রফ্যাদোমিটার।
35. সমুদ্রের গভীরতা মাপা হয়প্রতিধ্বনির মাধ্যমে।
36. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রট্যাকোমিটার।
37. MKS পদ্ধতিতে ভরের একক কি  ?কিলোগ্রাম।                                                      
38. মিটার সমান কত ?৩৯.৩৭ ইঞ্চি।
39. এক কুইন্টাল সমান ১০০ কেজি।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot