Breaking

Site development work is going on Site development work is going on

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 2, 2018

বিসিএস -নবম দশম শ্রেণী,ভূগোল ও পরিবেশ ( প্রথম চ্যাপ্টার)


BCS,ভূগোল ও পরিবেশ


BCS সহ বিভিন্ন সরকারী চাকুরী বা প্রতিযোগিতা মূলক  পরীক্ষায় নিম্নের তথ্য গুলো খুবই গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই এর প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হয়েছে । আশা করি আমার এই Blog থেকে সবাই একটু হলেও উপকার পাবেন তাই যদি আমার বিষয় গুলো আপনাদের ভাল লেগে থাকে তাহলে কমেন্টে জানান ,বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নোটিফিকেশন  পেতে  Follow  Button click করুন .চলুন শুরু করা যাক ……

                        ভূগোল ও পরিবেশ

                   (নবম দশম শ্রেণী এর বই থেকে নেওয়া)

                            প্রথম চ্যাপ্টার


১। গ্রিস ভূগোলবিদ ইরাটসথেনিস সর্বপ্রথম  Geography  শব্দটি ব্যবহার করেন।
। ইংরেজি Geography শব্দটি থেকে ভূগোল শব্দের উৎপত্তিহয়েছে ।
৩।Geo Graphy শব্দটি দুটি মিলে হয়েছে  ‘Geography’
৪।‘Geo’ শব্দটি দ্বারা ভূবা পৃথিবী এবং ‘Graphy’  শব্দটি দ্বারা ˆর্ণনা বোঝায় ।সুতরাং ‘Geography’     শব্দটির দ্বারা বোঝায় পৃথিবীর র্ণনা ।রিচার্ড হার্ডসন ভূগোলের একটা সংজ্ঞা প্রদান করেন। তার    মতে,পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল।
৫।ভূগোল  প্রকৃতির বিজ্ঞান এবং পরিবেশ সমাজের বিজ্ঞান উভয় বিজ্ঞান বলে মনে করা হয় ।
৬।অধ্যাপক ডাডলি স্টাম্প ভূগোলের সংজ্ঞা প্রদান করেন।তার মতবাদ অনুযায়ী, পৃথিবী এবং পৃথিবীর অধিবাসীদে র্ণনাই হলো ভূগোল
৭।  অন্যদিকে অধ্যাপক কালˆ রিটারও একটা  মতবাদ প্রদান করেন।তার মতবাদ অনুযায়ী  ভূগোল হচ্ছে পৃথিবীর বিজ্ঞান
৮।পরিবেশ বিজ্ঞানী আর্মস পরিবেশের সংজ্ঞা দিয়েছেন। তার মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থা কে পরিবেশ বলে।
৯। পরিবেশ বিজ্ঞানী পার্ক এর মতে,সাধারণত  স্থান ও কালের কোন নির্দিষ্ট বিন্দুতে মানুষের ঘিরে থাকা সকল অবস্থার সমষ্টি কে পরিবেশ বলে ।
১০।পরিবেশ জীব উপাদান ও জড় উপাদান এই দুইটা উপাদান নিয়ে গঠিত ।
১১।পরিবেশ কে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ এই দুই ভাগে ভাগ করা যায় ।
১২।আগে প্রাকৃতিক ভূগোল ও মানবিক ভূগোল এই দুই ভাগে ভূগোল কে ভাগ করা হতো ১৩।জীবভূগোল, জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা , প্রাণী ভূগোল ইত্যাদি   প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত ।
১৪। অর্থনৈতিক ভূগোল জনসংখ্যা ভূগোল,রাজনৈতিক ভূগোল,আঞ্চলিক ভূগোল,সামাজিক  ভূগোল,দুর্যোগ ব্যবস্থাপনা,সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল ,নগর ভূগোল,চিকিৎসা ভূগোল,ভৌগোলিক তথ্য ব্যবস্থা ইত্যাদি মানবিক ভূগোলের অন্তর্ভুক্ত ।
১৫। পৃথিবীপৃষ্ঠের উদ্ভিদ ও প্রাণিজগৎ এর  বন্টন জীবভূগোলের আলোচ্য বিষয় ।




1 comment:

  1. Borgata Hotel Casino & Spa - Mapyro
    Find out what's popular at Borgata Hotel Casino & Spa 제천 출장마사지 in 대전광역 출장샵 Atlantic City, 남원 출장마사지 NJ. Hotel, Reviews, Photos, Address, 양주 출장마사지 Phone number, 세종특별자치 출장안마 Reviews, Games, Rates,

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot