Breaking

Site development work is going on Site development work is going on

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 30, 2018

বিসিএস -নবম দশম শ্রেণী,পদার্থ বিজ্ঞান (দ্বিতীয় অধ্যায়)




1. দ্রুতি / বেগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়   স্পিডোমিটার।
2. ঘড়ির কাঁটার গতি হলো - পর্যায়বৃত্ত গতি।
3. সরল দোলকের গতি ,গিটার এর তারের গতি , কম্পনশীল সুরশলাকার গতি হচ্ছে স্পন্দন গতির   উদাহরণ
4. বেগের SI একক হলোমিটার/সেকেন্ড ms -1 .
5. সময়ের পরিপ্রেক্ষিতে কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।
6 .বস্তুর বেগ হ্রাসের হারকে  মন্দন বলে।
7.ত্বরণ দুই প্রকার
8.সুষম ত্বরণ ও অসম ত্বরণ ।
9.অভিকর্ষের প্রভাবে মুক্ত ভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ হচ্ছে  সুষম ত্বরণ ।
10.গাড়ি , সাইকেল ,রিক্সা ইত্যাদির ত্বরণ হয় অসম ত্বরণ 
11.৪৫ ডিগ্রী অক্ষাংশে সমুদ্র সমতলে  g এর মান কে আদর্শ মান ধরা হয় ।
12.g এর আদর্শ মান 9.80665 ms -2  .
13.ত্বরণের একক মিটার/সেকন্ড  
14. যেকোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ লা হয়
15. সরল দোলকের গতিকে  স্পন্দন গতি বলে
16. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতিকে  পর্যায়বৃত্ত গতি বলা হয়
17. স্কেলার  রাশির উদাহরণ হলো  : দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, শক্তি 
18. ভেক্টর রাশির উদাহরণ হলোসরণ, বল, তড়িৎ তীব্রতা।
19. প্রতি  মিনিটে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার সরণ শূন্য ।
20. বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে
21. গতির  সমীকরণ চারটি।
23. গ্যালিলিও পড়ন্ত বস্তুর সূত্রাবলী প্রদান করেছেন
24. বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় ? *মেরু অঞ্চলে।
25. বস্তর ওজন সবচেয়ে কম কোথায় ?*বিষুব অঞ্চলে।
26. পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি কোথায় ? *বিষুব অঞ্চলে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot