Breaking

Site development work is going on Site development work is going on

Post Top Ad

Your Ad Spot

Monday, September 10, 2018

Very Important Bangla MCQ for BCS


শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মূখ্য চরিত্র কয়টি = 3 টি (রাধা, কৃষ্ণ, বডাই বা বড়ায়ি)।

বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম কি = অনন্ত।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল চরিত্রগুলোর প্রতীকি অর্থ কি = রাধা > জীবাত্মা বা প্রানীকূল, কৃষ্ণ > পরমাত্মা বা ঈশ্বর এবং বড়ায়ি > রাধাকৃষ্ণর প্রেমের দূতী।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে আবিষ্কার করেন = শ্রী বসন্তরঞ্জন রায়।
বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল = বিদ্বদ্বল্লভ।
● “
বড়ুচণ্ডীদাসকি = বড়ু তার কৌলিক উপাধি এবং চণ্ডীদাস গুরুপ্রদত্ত নাম।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল নাম কি = শ্রীকৃষ্ণসন্দর্ভ।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য নামটি কে প্রদান করেন = শ্রী বসন্তরঞ্জন রায়।
সম্পাদিত আকারে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যখানি কত সালে প্রকাশিত হয় = 1916 খ্রিস্টাব্দে।
কার সম্পাদনায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যখানি প্রকাশিত হয়েছে = বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায়।
কোথা হইতে সম্পাদিত আকারে শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত হয়েছে = বঙ্গীয় সাহিত্য পরিষদ।
ড মুহাম্মদ শহীদুল্লাহর মতে বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন রচিত হয় = 1340 – 1440 সালের মধ্যে।
শ্রী বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা হতে উদ্ধার করে = বাঁকুড়ার কাকিল্যা গ্রামের গোয়ালঘরের চালার নিচে থেকে।
এক অক্ষর না লিখেও বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন = শ্রীচৈতন্যদেব।
শ্রীচৈতন্যদেব কবে, কোথায় জন্মগ্রহণ করেন = 1486 সালের 18 ফেব্রুয়ারি শনিবার। নবদ্বীপে জন্মগ্রহণ করেন।
চৈতন্যদেবের বাল্য নাম কি = নিমাই।

দেহ বর্ণের জন্য তার নাম কি রাখা হয় = গোরা বা গৌরাঙ্গ।
চৈতন্য যুগ বলা হয় কোন সময়কে = 1501 – 1600 খ্রিস্টাব্দ।
●”
চৈতন্য চরিতামৃতকার লেখা = কৃষ্ণদাস কবিরাজ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot